ঘোড়াঘাটে ট্রাক ধাক্কা দেয়ায় ২ জনের মৃত্যু

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৪ এএম
ঘোড়াঘাটে ট্রাক ধাক্কা দেয়ায় ২ জনের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অপর ১টি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, ২৫ ডিসেম্বর ভোর ৫টায় দিনাজপুর থেকে ধান বোঝাই ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট-১৩-৪২৫৪ বগুড়ার দিকে যাচ্ছিল। এমতঃ সময় বগুড়া-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাট উপজেলা গুচ্ছগ্রাম নামক স্থানে দাড়িয়ে  থাকা পাথর বোঝাই ট্রাককে ধানের বোঝায় ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ধান বোঝায় ট্রাকের ড্রাইভার ইসমাইল হোসেন (৪০) এর মৃত্যু হয় ও হেলপার বাবু মিয়া (২৫) আহত হলে তাকে প্রথমে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। তাদের বাড়ী বেড়ায় বগুড়া সদর বলে জানা গেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে