ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ জেল জরিমানা করা হয়। ভ্রাম্য আদালতের বিচারক উপজেলা সহকারী(ভূমি)কমিশনার শাহিন আলম জানান, কালীগঞ্জ পৌর শহরের ফয়লা গ্রামের নদীপাড়ার আব্দুল্লাহর ছেলে শাহিনুর রহমানকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা ও বলরাম পুরুলিয়া পাড়ার আছির উদ্দিনের ছেলে টোটন আলীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১৫ দিনের জেল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুুর রহমান।
এছাড়া একই দিন কালীগঞ্জ পৌরসভাধীন খয়েরতলার মিতা ট্রেডার্সের মালিক মতিয়ার রহমান অন্য ডিলারের সার তার ব্যবস্থা প্রতিষ্ঠানে বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভুমি)শাহিন আলম জানান, মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ ২০১৮ সালের ৩৬(৫) এর ধারায় এই রায় প্রদান করা হয় বলে উল্লেখ করেন। একই সময় সার অব্যবস্থাপনার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েচে বলে যোগ করেন।