শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ সাত বছর পর কোন প্যানেল ছাড়াই মোট ২১ টি পদের বিপরীতে এ বছর নির্বাচন হয়। ইতিমধ্যে ২টি সম্পাদকীয় পদ ও ৯ টি কার্যনির্বাহী সদস্য শ্রেণি প্রতিনিধি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্বিতায় বিজয়ী হয়। অবশিষ্ট ১০ টি পদে নির্বাচন হয় । উপজেলার সর্বোচ্চ বাজার হওয়ায় নির্বাচনকে ঘিরে বেশ আমেজ পরিলক্ষিত হয়। ভোটারগণ বেশ খোশ মেজাজে ছিল। শনিবার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে । নির্বাচনে সভাপতি পদে আবুল বাশার বাদশা ও সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান মিন্টু নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ২০১৮ সালে সর্বশেষ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন বাজারের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বাজার ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনের দাবী চলে আসছিল। বিভিন্ন প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২শত ৮১ জন। শনিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬টি বুথে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং ১হাজার ২শত ২৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচন-২০২৫ এর রিটার্নিং কর্মকর্তা মো. আকতার হোসেন মুন্সি জানান, মোট ২১ টি পদের মধ্যে ১০ টি পদে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ২ জন প্রার্থী যথাক্রমে আবুল বাসার বাদশা প্রতিক ছাতা প্রাপ্ত ভোট ৭৯১ ও মো. লিয়াকত আলী বিশ্বাস প্রতিক আনারস প্রাপ্ত ভোট ৩৬৭। জ্যেষ্ঠ সহ সভাপতি পদে কনক হাসান মাসুদ প্রতিক আম প্রাপ্ত ভোট ৭৮০ ও মো.আব্দুর রহিম প্রতিক দোয়াত কলম প্রাপ্ত ভোট ৩৪৪,সহ সভাপতি পদে ২ জন আবুল কালাম আজাদ প্রতিক হারিকেন প্রাপ্ত ভোট ৬৭৬ ও মো. মানিক শেখ প্রতিক টেবিল ফ্যান প্রাপ্ত ভোট ৩৮৮, সাধারন সম্পাদক পদে ৫ জন যথাক্রমে আতিয়ার রহমান মোল্যা প্রতিক বাই সাইকেল প্রাপ্ত ভোট ৩২২, মো. ওসমান বিশ্বাস প্রতিক গরুর গাড়ি প্রাপ্ত ভোট ১৩১, মো. কামরুজ্জামান মিন্টু প্রতিক টিউবওয়েল প্রাপ্ত ভোট ৪৮৮,, মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রতিক ঈগল পাখি প্রাপ্ত ভোট ১৬৭, মো. জুয়েল বিশ্বাস প্রতিক তালাচাবি প্রাপ্ত ভোট ৮৩। সহ সাধারন সম্পাদক পদে ২ জন মো. ইমরান খান প্রতিক হাঁস প্রাপ্ত ভোট ৬০৯, মো. রায়হান মোল্যা প্রতিক মাছ প্রাপ্ত ভোট ৪৫৯। সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হোসেন প্রতিক হাঁতি প্রাপ্ত ভোট৩৮৪, মো. রবিউল ইসলাম লটাই প্রতিক মাইক প্রাপ্ত ভোট ৭৩৫, অর্থ সম্পাদক পদে ২ জন তৌফিক বিশ্বাস প্রতিক জগ প্রাপ্ত ভোট ৭৩৫, মো. হাবিবুর রহমান প্রতিক মোটরসাইকেল প্রাপ্ত ভোট ৩৮২। ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন মো. ইমামুল বিশ্বাস প্রতিক ক্রিকেট ব্যাট প্রাপ্ত ভোট ৬৩০,মো. মামুনুর রশিদ প্রতিক ফুটবলপ্রাপ্ত ভোট ৫১৮। এছাড়া শ্রেণি প্রতিনিধি (মরিচ আড়ৎ,পেঁয়াজ আড়ৎসহ অন্যান্য) মো. কিয়ামউদ্দিন শেখ প্রতিক কলসপ্রাপ্ত বোট ২৬ ,মির্জা মুহিত প্রতিক হরিণ প্রাপ্ত বোট ২৪,শ্রেণি প্রতিনিধি(সেলুন,লন্ড্রিসহ অন্যান্য) উত্তম সরকার প্রতিক পানির বোতল প্রাপ্ত ভোট ২০,বাবল কুমার সরকার প্রতিক গাভী প্রাপ্ত ভোট ৬।
এছাড়া একাধিক প্রার্থী না থাকায় উপসাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্বিতায় মো. ওবায়দুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক রেজওয়ান হাসান রোমান, শ্রেণি প্রতিনিধি(পাট,ভুষিমাল অন্যান্য) মো. মনিরুল ইসলামসহ ৯ জনকে বিজয়ী ঘোষনা করা হয়।