৬৮ পাবনা-১(সাঁথিয়া-বেড়া আংশিক) সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে চলছে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল।ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেড়া উপজেলার বাসিন্দারা।এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।ফলে এ রাস্তা দিয়ে চলাচল করা কয়েকটি জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এতে দেখা গেছে প্রায় ২০কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া গেজেটে পাবনা-১ আসনে অন্তর্ভুক্ত বেড়া বাদ দিয়ে পাবনা-২(সুজানগর-বেড়া) অন্তর্ভুক্ত করায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীদের সাথে কথা বলে যানা যায়,বেড়া উপজেলার একাংশকে আবারও সাঁথিয়ার সাথে সংযুক্ত করে পাবনা-১(সাঁথিয়া-বেড়া)সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তারা বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন।
রোববার (১৪সেপ্টেম্বর)সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে,চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।লাঠিসোটা নিয়ে হরতাল সমর্থকরা পিকেটিং করছেন।মহাসড়কে টায়ার জ্বালীয়ে ও গাছের গুড়ি ফেলে আন্দলন করতেও দেখা গেছে। এতে বেড়া পৌর এলাকার সকল ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে।
হরতাল সমর্থকরা বলেন,সমপূর্ন অন্যায়ভাবে পাবনা-১ আসনের আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে হরতাল পালন করছেন। স্বাভাবিক ভাবেই হরতাল চলছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁথিয়া ও বেড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত রয়েছি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান জানান, সীমানা পুনর্বহালের দাবিতে হরতাল পালন হচ্ছে। স্বাভাবিক ভাবেই হরতাল চলছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁথিয়া থানা পুলিশ তারা প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ও পৌরসহ বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার বাকি ৫টি ইউনিয়ন নিয়ে পাবনা-২ আসন ছিল। কিন্তু গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন(ইসি)। এতে সাঁথিয়া ও বেড়ার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে ৬৮পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।