ভোলায় আমার দেশ সাংবাদিকের উপর হামলা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ভোলায় আমার দেশ সাংবাদিকের উপর হামলা

ভোলায় তাবলীগ জামায়াতের জোবায়েরপন্থীরা - সাদপন্থীদের বিরুদ্ধে  গণঅবস্থান কর্মসূচির সময় পেশাগত  দায়িত্ব পালন করতে গেলে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। হামলায় শিকার গুরুতর  আহত সাংবাদিক ইউনুস শরীফ ভোলা জেলা আমার দেশ প্রতিনিধি। হামলাকারীদের কবল থেকে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ভোলা জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার  তার  মাথায় চারটি সেলাই করে। গুরুতর আহত সাংবাদিকের অবস্থার অবনতি হওয়ায়  পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত  মঙ্গলবার ২৪ ডিসেম্বর ভোলায়  জোবায়েরসমর্থকদের  অবস্থান কর্মসূচি চলাকালে ভোলা সদর রোডের বরিশাল দালানের সামনে ফুটপাত আটকিয়ে দেয় তাবলীগ জামায়াতের স্বেচ্ছাসেবকরা। এতে পথচারীদের চলাচলে চরম  ভোগান্তির সৃষ্টি হয়। রাস্তা আটকিয়ে তাবলীগ জামাতের অবস্থান কর্মসূচি পালন করা  নিয়ে ইউনুস শরীফ এর সাথে জোবায়ের পন্থীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত স্বেচ্ছাসেবকরা লাঠি সোটা ও পাইপ নিয়ে নির্দয়ভাবে এলোপাতারিভাবে ইউনুস শরীফের উপর বেপরোয়াভাবে হামলা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে রিয়াজ নামে এক সেচ্ছাসেবক বাঁশের লাঠি দিয়ে  তার মাথায় আঘাত করে রক্তাক্ত করে।  

হামলার ঘটনায় জোবায়ের পন্থীদের বক্তব্য  :  ঘটনাটি অনাকাঙ্খিত উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অবস্থান কর্মসূচীর আয়োজকরা। 

পুলিশের বক্তব্য : তদন্ত করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে ।

 জানাযায়, গত মঙ্গলবার তাবলীগ জামাতের সাদপন্থীদের কার্যক্রম বন্ধসহ ৩ দফা দাবিতে ভোলা সদর রোডে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে গণঅবস্থান কর্মসূচির পালন করে। ওই কর্র্মসচির সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইউনুছ শরীফ। মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায়, কর্মসূচি চলাকালিন সময় সমাবেশকারীদের অস্থায়ী মঞ্চের কিছুদুরেই ফুটপাতে চলাচল নিয়ে সাংবাদিক ইউনুছ শরীফের সাথে কয়েকজন স্বেচ্ছাসেবীর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে ইউনুছ শরীফের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তার মাথা ফেটে রক্ত প্রচুর রক্তক্ষরণ হয়। আহত সাংবাদিক ইউনুছ শরীফ জানান, সংবাদ সংগ্রহ করতে সেখানে যান তিনি। ফুটোতে  চলাচল করতে না পেরে পনের থেকে  বিশজন নারী  পথচারী  ফুটপাতে দাড়িয়ে ছিলেন। দুইজন লোক ফুটপাতে ফলের ঝুড়ি বসিয়ে সমাবেশের বক্তব্য শুনছিলেন। চলাচলের জন্য ফুটপাত ছাড়তে বলায় উত্তেজিত কয়েকজন তাবলিগের লোক  লাঠিসোটা নিয়ে তার উপর নির্দয় ভাবে  হামলা করে। এ ঘটনাকে তিনি সন্ত্রাসী হামলা বলে দাবি করেন। উত্তেজিতদের হাতে লাঠি, রড ছিল। তিনি হামলাকারীদের বিচার দাবি করেছেন। 

 ঘটনাটি অনাকাঙ্খিত উল্লেখ করে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী বলেন,  অনেক সমাগমের মধ্যদিয়ে ইউনুছ শরীফ আসার চেস্টা করলে স্বেচ্ছাসেবীরা তার গতিরোধ করে। এ নিয়ে বাকবিতন্ডা হলে উপস্থিত মুসল্লিরা প্রথমে তাকে থামিয়ে দেয়।   

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনার পর পরই পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নিবেন। 

ইউনুস শরীফের উপর হামলার নিন্দা : ইউনুস শরীফের উপর  হামলায় তাৎক্ষণিক তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে ও বিচারের দাবিতে জেলা জুড়ে সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যাক্তি, নানা পেশাজীবি সংগঠন সামাজিক যোগাযোগ ফেসবুকে ব্যাপক ঝড় ওঠে। 

অপরদিকে ইউনুস শরীফের উপর নির্দয়ভাবে হামলায় মঙ্গলবার সন্ধ্যায় ভোলা  প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক কাল বেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলার বাণীর সম্পাদক মাকসুদ রহমান, বাসসের প্রতিনিধি আল-আমীন শাহরিয়ার, সাপ্তাহিক পূর্বাভাস সম্পাদক কবি হাসান মাহমুদ,  দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচএম জাকির,  দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক ভোলা টাইমসের  সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দৈনিক বাংলাবাজারের জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন, দৈনিক দেশ কালের প্রতিনিধি জামালউদ্দিন, ডেইলি সানের প্রতিনিধি বশির আহমেদ, ভোলা জেলার জানালিস্ট ফোরামের সভাপতি শাহিন কাদেরসহ টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবন্দ।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে