রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়া বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে অবশেষে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রোকনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে দলীয় নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম রোকনের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুর রহমান নিজাম বলেন, রোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ছাগলহাট সংলগ্ন হাজী আবুল হোসেনের বাড়ির সামনে সরকারি সড়কের পাশে থাকা সাতটি গাছ শ্রমিক দিয়ে কাটা শুরু করেন রোকন।
স্থানীয়রা তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরিকে অববহিত করেন। পরবর্তীতে তার (ইউএনও) নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্তনকৃত গাছ জব্দ করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর ১১ সেপ্টেম্বর বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশে ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাবসহ তাকে (রোকন) সরাসরি উপস্থিত হতে বলা হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় এবং তদন্ত চলাকালীন অবস্থায় তার সমর্থকরা ক্ষমতা প্রদর্শনে একটি বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সূত্রমতে, শনিবার বিকেলে রোকন কতিপয় ব্যক্তিদের মাধ্যমে টরকী বাসস্ট্যান্ড ও বন্দর এলাকায় মিছিল করিয়ে তিনি (রোকন) ষড়যন্ত্রের শিকার বলে দাবি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মিছিলে স্থানীয় মাদক ব্যবসায়ীদের অগ্রভাগে দেখা গেছে। যা সাধারণ মানুষের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়।