মোগড়াপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়নের রূপ দিতে চাই: আলহাজ্ব আশরাফ উদ্দিন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
মোগড়াপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়নের রূপ দিতে চাই: আলহাজ্ব আশরাফ উদ্দিন

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন আসন্ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিন। তিনি এক অভিব্যক্তিতে জানিয়েছেন-“আমার স্বপ্ন, মোগড়াপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, স্বাস্থ্যসমৃদ্ধ এবং উন্নয়নশীল মডেল ইউনিয়নে রূপান্তরিত করা।”

স্থানীয় রাজনীতির অঙ্গনে সৎ, যোগ্য ও পরোপকারী হিসেবে সুপরিচিত আশরাফ উদ্দিন দীর্ঘদিন ধরেই মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে আছেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের উদ্যোগ নেন। স্থানীয় তরুণ-যুবক, প্রবীণ, নারী ও শিশু সবার জন্য সমানভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, আমি চাই প্রতিটি পরিবারে শিক্ষার আলো পৌঁছে যাক। মোগড়াপাড়ার কোনো শিশু যেন অশিক্ষিত না থাকে। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে আমার অঙ্গীকার।

অন্যদিকে স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, একটি সুস্থ সমাজই পারে উন্নত ইউনিয়ন গড়তে। এজন্য মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা জোরদার করব। প্রতিটি গ্রামে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।”

আশরাফ উদ্দিনের আরেকটি অঙ্গীকার হলো অবকাঠামোগত উন্নয়ন। তিনি জানান, প্রতিটি রাস্তা, ব্রিজ-কালভার্ট, নালা-নর্দমা সংস্কার ও নতুন উন্নয়ন করা হবে। গ্রামীণ সড়কগুলো হবে সহজযাত্রোপযোগী, যাতে কৃষকরা সহজেই তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে পারেন।

সামাজিক অবক্ষয় ও মাদকবিরোধী আন্দোলন নিয়েও তিনি স্পষ্ট বক্তব্য রেখেছেন। তার ভাষায়, “মাদক ও সন্ত্রাস একটি সমাজকে ধ্বংস করে দেয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণকে সঙ্গে নিয়ে মোগড়াপাড়াকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ ইউনিয়নে পরিণত করব।

নারী উন্নয়ন ও নিরাপত্তার বিষয়েও তিনি জোর দেন। তিনি বলেন, নারীই পরিবার ও সমাজের ভিত্তি। তাই নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষুদ্র উদ্যোগে সহায়তা প্রদান করা হবে। গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করব।

পরিবেশ রক্ষার দিকেও তার বিশেষ পরিকল্পনা রয়েছে। অবৈধ দখল ও আবর্জনায় ভরাট হওয়া খাল-বিল পুনঃউদ্ধার, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি একা কিছুই করতে পারব না। আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসাই আমাকে শক্তি জোগাবে। আসুন, সবাই মিলে মোগড়াপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করি।

স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী, আলহাজ্ব আশরাফ উদ্দিন একজন বিনয়ী, সৎ ও কর্মঠ মানুষ। তিনি নির্বাচনে জয়লাভ করলে মোগড়াপাড়া ইউনিয়ন সত্যিই একটি অনুকরণীয় মডেল ইউনিয়নে রূপ নেবে বলে তাদের বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে