দেবহাটার সদর ও নওয়াপাড়া ইউপির ৪টি গ্রামকে ইকো ভিলেজ ঘোষণা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৫ পিএম
দেবহাটার সদর ও নওয়াপাড়া ইউপির ৪টি গ্রামকে ইকো ভিলেজ ঘোষণা

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ২টি ও নওয়াপাড়া ইউনিয়নের ২টি মোট ৪টি গ্রামকে ইকো ভিলেজ ঘোষনা করা হয়েছে। বৃহষ্পতববার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ও সুশীলনের আয়োজনে সদর ইউনিয়নের আজিজপুর ও দাদপুর গ্রামকে ইকো ভিলেজ ঘোষণা করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় ও সাবেক শিক্ষক আফসার আলী মাস্টারের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, ইউপি সদস্য আজগর আলী, ইকো ভিলেজ কমিটির সভাপতি ফিরোজ শাহ আলম, সেক্রেটারী আবু সাঈদ প্রমুখ। একই সময়ে নওয়াপাড়া ইউনিয়নের আতাপুর ও কামটা গ্রামকে ইকো ভিলেজ ঘোষনা করা হয়। কামটা প্রাইমারি স্কুল মাঠে এক অনুষ্ঠানে উক্ত গ্রাম ২টিকে ইকো ভিলেজ ঘোষণা করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সুশীলনের এরিয়া প্রোগ্রামার নীলাদ্রি বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, ওয়াশ ফ্যাসিলিটেটর অনিমেষ ঘোষ, সিই ফ্যাসিলিটেটর রেজাউল ইসলাম, ভিডিসি সভাপতি আনারুল ইসলাম, ভিডিসি সভাপতি শংকরী সিংহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে