ইঞ্জিনিয়ার আবদুস সোবহান

ফেব্রুয়ারীর নির্বাচন কোন অশুভ শক্তি বন্ধ করতে পারবেনা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
ফেব্রুয়ারীর নির্বাচন কোন অশুভ শক্তি বন্ধ করতে পারবেনা

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান সম্প্রীতির দেশ গড়তে চায়। আসন্ন নির্বাচন ফেব্রুয়ারীতে হবে বলে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। দেশের মাটিতে তারেক রহমান আসবে।  ফেব্রুয়ারীর নির্বাচন কোন অশুভ শক্তি বন্ধ করতে পারবেনা। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি দলের কিছু সন্ত্রাসীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে। ধর্ম যার যার দেশ সবার, উৎসবও সবার। আমরা যুগ যুগ ধরে হিন্দু ও মুসলিম এক সাথে উৎসব পালন করে আসছি। বিএনপি শান্তিতে বিশ্বাসী। বিএনপি জনগণের দল, গণমানুষের দল। আমি এমপি হবো কিনা জানিনা। আমি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি দলের সাথে থাকবো। আমি বিএনপির একজন কর্মী হিসাবে জনগণের সেবা করতে চাই।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বিষ্ণু মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে উপজেলার ১৫৯ পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

তিনি আরো বলেন, দুর্গাপূজার উৎসব কেউ বিনষ্ট করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবেনা। কোন দল বা গোষ্ঠী দুর্গা উৎসব নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে তাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মী হিন্দু ভাইদের পাশে থাকবে।

সভায় বক্তব্য রাাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: মো. মাহাবুবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘটক, বাকাল ইউনিয়ন বিএনপির আহবায়ক বাপ্পী পান্ডে, বিএনপি ও হিন্দু নেতা কার্তিক বেপারী, অমিয় কর, সাবেক শিক্ষক প্রফুল্ল হালদার, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, জেলা উত্তর যুবদল সদস্য রাশেদুল ইসলাম টিটন প্রমুখ। ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান উপজেলার ১শ’ ৫৯টি পূজামন্ডপে ২ লক্ষ টাকা অনুদান উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর ও সাধারণ সম্পাদক দীনেশ হালদারের কাছে প্রদান করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে