তজুমদ্দিনের মেঘনায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম সাদী; তজুমদ্দিন, ভোলা) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২০ পিএম
তজুমদ্দিনের মেঘনায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে গভীর রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌমুহনী ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মোঃ আবু তাহের মাঝী(৫৫)। তিনি চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর মোহাম্মদ। আহতরা হলেন— একই গ্রামের সুমনের ছেলে মো. সিফাত (১৫), মো. রিফাত (১২) এবং স্বপনের ছেলে মো. মারুফ (১১)।

প্রত্যক্ষদর্শী আ. মালেক জানান, ভোররাতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে আবু তাহের মাঝী ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন বলেন, “আনুমানিক ৫৫ বছর বয়সী আবু তাহের নামে এক জেলেকে ভোরে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।” তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান,  সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।