সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ পিএম
সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) সভা

আশাশুনি উপজেলার সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ। ফিংড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি মরহুম এ বি এম রিয়াছাত আলীর ছেলে মাওঃ নূরুল আবছার মুরতাজা। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল হোসাইন বুলবুল।