অনিয়ম ও রোহিঙ্গা ইস্যুতে ইসলামপুরে দুদকের তদন্ত টিম

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০২ পিএম
অনিয়ম ও রোহিঙ্গা ইস্যুতে ইসলামপুরে দুদকের তদন্ত টিম

‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২২-২০২৩ অর্থ বছরের তিনটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয় ‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) । 

দুদকের টিম প্রথমে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্ট করে দেয়ার অভিযোগের বিষয়ে তদন্ত চালায়।

‎পরে বিকেলে তারা ইসলামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে প্রকল্প সংক্রান্ত নথি পরীক্ষা করে এবং সরেজমিনে বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

‎দুদক কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে দলটি ইউনিয়নের নতুন অফিস, কৈলাসের ঘোনা ও বাশকাটায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমের তত্ত্বাবধানে নির্মিত দুইটি ড্রেন ও একটি সড়ক ঘুরে দেখেন। প্রকল্পগুলোর মান ও আয়তন যাচাই করতে এলজিইডির কর্মকর্তারা উপস্থিত থেকে ফিতা দিয়ে কাজের মাপজোক করেন এবং দুদক কর্মকর্তাদের সামনে তা উপস্থাপন করেন।

‎অভিযোগ প্রসঙ্গে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন,আমি কোনোদিন ইউনিয়ন পরিষদের প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি করেছি - এমনটি কেউ বলতে পারবে না। বরং অনেক কাজ আমি নিজের অর্থায়নে করেছি। 

‎শেষে দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, দুদক সবসময় অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে। আজকের এই অভিযানের উদ্দেশ্যও হলো প্রকল্পগুলোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ ও কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখা। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল।

আপনার জেলার সংবাদ পড়তে