আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ পিএম
আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইয়োথ ফর দ্যা সুন্দরবন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে। সম্মেলনে বুধহাটা ইউনিয়নে জামায়াতের পক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসাবে এড. শহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ইয়োথ ফর দ্যা সুন্দরবনের জেলা আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি। আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র মন্ডল, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার মন্ডল, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, বন কর্মকর্তা রেজাউল ইসলাম, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর আসাদুল ইসলাম, সুশীলনের নিখিল রঞ্জন, যুব ফোরাম নেতা আশরাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে