গত পাঁচ মাসে বরিশালের গৌরনদী উপজেলার দুইজন ইউএনও’কে বদলী করা হয়েছে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এমনকি উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেও বদলী ঠেকানো সম্ভব হয়নি।
সূত্রমতে, নিজ কর্মগুনে গৌরনদী উপজেলাবাসীর কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। গত ১৭ এপ্রিল আকস্মিকভাবে তাকে এ উপজেলা থেকে অন্যত্র বদলী করা হয়। তার বদলী ঠেকাতে উপজেলা চত্বরে উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হলেও প্রত্যাহার হয়নি বদলীর আদেশ।
পরবর্তীতে এ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা রিফাত আরা মৌরি। যোগদানের পর থেকেই আইন শৃঙ্খলার উন্নতির পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ শুরু করেন। জনকল্যানমুখী কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে তিনি অল্প কয়েকদিনের মধ্যেই জনমানুষের মনে স্থান করে নেন।
তবে যোগদানের মাত্র পাঁচ মাস যেতে না যেতেই গত ২২ সেপ্টেম্বর তাকেও (রিফাত আরা মৌরি) ঝালকাঠীর রাজাপুর উপজেলায় বদলী করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) তার শেষ কর্ম দিবসে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অপরদিকে ইউএনও রিফাত আরা মৌরির বদলীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুইজন জনপ্রিয় ইউএনও’র বদলীর ঘটনাকে অস্বাভাবিক হিসেবে বর্ননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন। তবে ওই দুইজন ইউএনও’র বদলী প্রক্রিয়া স্বাভাবিকভাবে হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসন।
এ বিষয়ে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিংয়ের পৌর শাখার সহসভাপতি খোকন আহম্মেদ হীরা বলেন, দক্ষ কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের বদলীর পর আমরা তার মতোই আরেকজন দক্ষ নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পেয়েছিলাম। যিনি স্বল্প সময়ের ব্যবধানে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে নিজে অভিযান চালিয়ে সফলতা অর্জন ও উন্নয়নমূলক কর্মকান্ডে বলিষ্ট ভূমিকা রেখে সকলের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরিকেও আকস্মিকভাবে বদলী করা হলো। তার এ বদলীতে আমরা হতবাক।
গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলী এটা রুটিন অনুযায়ী হচ্ছে। পূর্বের দুইজন ইউএনও জনগনের স্বার্থে কাজ করে গেছেন। বর্তমানে যিনি আসবেন তিনিও জনগনের স্বার্থে কাজ করবেন বলে আমরা মনে করছি।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, আবু আবদুল্লাহ খান ও রিফাত আরা মৌরি ভাল অফিসার ছিলো। তাদের বদলী দুইটিও স্বাভাবিক ভাবেই হয়েছে। এখানে অন্য কোন কারন নেই। গৌরনদীতে এখন যে অফিসার যোগদান করবেন তিনিও খুব ভাল কর্মকর্তা।