দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পিরোজপুরে বিএনপির মতবিনিময়

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ পিএম
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পিরোজপুরে বিএনপির মতবিনিময়

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপি হিন্দু সমপ্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে।  আজ শুক্রবার সকাল ১০ টায় বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক সাঈদ খান, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পিরোজপুরের জিপি এডভোকেট সাব্বির আহম্মেদ সহ বিএনপি নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সামপ্রদায়িক সমপ্রীতি অটুট রাখা এবং সনাতনীদের এ উৎসবকে  শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, সাধারণ সমপাদক চন্দ্র শেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সমপাদক দোলা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক অশোক কুমার শিকদার উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে