বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ জেলে মো. রমজানের (২০) এখনও সন্ধান মেলেনি। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলের সর্দার আবুল হোসেন জানিয়েছেন-২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে জাল পেতে নৌকায় তারা চার জেলে ঘুমিয়ে ছিলেন। ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ সোজা নৌকার ওপর উঠিয়ে দেয় (লঞ্চের নাম জানা যায়নি)। এতে মো. রমজান নদীতে পড়ে নিখোঁজ হন। বরিশাল সদর নৌ-থানার ওসি অসিম কুমার সিকদার জানিয়েছেন, বিষয়টি মৌখিকভাবে জেনে নিখোঁজ জেলের সন্ধানে আমরা কাজ শুরু করেছি।