পাবনার চাটমোহরে গ্রীষ্মকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগরী স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বালিকা দলের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ বালুচরে অনুষ্ঠিত বালিকা দলের ফুটবলে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ২-১ গোলে সেন্টস রীটাস হাইস্কুলকে পরাজিত করে ৬ষ্টবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। বালক দলের খেলা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পরিত্যক্ত ঘোষনা করা হয়। এবার ফুটবল,দাবা,কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,উপজেলা স্কউিট সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।