হিজলায় ভূমিদস্যুেদর বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (মোঃ নুরনবী; হিজলা, বরিশাল) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩১ পিএম
হিজলায় ভূমিদস্যুেদর বিরুদ্ধে মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলায় হিজলা-মেহেন্দিগঞ্জে র সীমানার আন্ধার মানিক ইউনিয়ন সংলগ্ন ৩ নং খুন্না গোবিন্দপুর মৌজার খাস জমি জোর পূর্বক দখল করার বিরুদ্ধে ও খুন্না গোবিন্দপুর মৌজার ন্যায্য হিস্যা রক্ষা করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২৯ সেপ্টেম্বর, সোমবার, সকাল ১০ টায় হিজলা উপজেলা পরিষদ চত্বরে হিজলা উপজেলার খ্ন্নুা গোবিন্দপুর মৌজার ন্যায্য হিস্যা উদ্ধার কমিটি ও স্থানীয় জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে সহিদ দপ্তরী বলেন," আমরা নারায়ন চন্দ্র দাস ও তার স্ত্রী লক্ষ্ণী রানী একটি সম্পত্তি আমরা চারজন দান পত্র মারফত পাই।২০১১-১২ সালে এই জমির বন্দোবস্ত হয়। কিন্তু আন্ধার মানিক ইউনিয়নের কুখ্যাত ভূমিদস্যু হারুন দেওয়ান এর পুত্র মাসুদ দেওয়ান ও রায়হান দেওয়ান  এর কারণে আমরা জমির ন্যায্য হিস্যা পাচ্ছি না। বাবার হারুন দেওয়ান মতো জোরপূর্বক মানুষের ভূমি দখল ও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে নির্যাতন ও হয়রানি করে আসছে তারা।

রায়হান দেওয়ান একজন মাদকাসক্ত সর্বদা সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে। এই রায়হান দেওয়ান অনেক সাধারণ মানুষকে বসত ভিটা থেকে উচ্ছেদ করেছে। আমরা যখন আমাদের জমির নিকটে যাই তখন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিভিন্ন পত্রিকায় আমাদের নামে নিউজ করান। এই মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। যার যার বন্দোবস্তের জমি সে সুন্দর ভাবে পায় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি"। এই ভূমিদস্যুর দৌরাত্ম থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রসাশনের দৃশ্যমান ভূমিকা দেখতে চাই।