সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা গোপাল জিউ মন্দির ও নিমগাছি বাজারের শ্রী শ্রী জয় দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সদস্যরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে পূজামন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদ রানা, সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি অফির্সাস ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এসময় তারা সকলকে আইন কানুন মেনে শারদীয় দুর্গাপূজা পালনের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে এ কাজে নিয়োজিত আনসার ভিডিপির সদস্য ও সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন।