চাটমোহরে জামায়াত প্রার্থীর পূজামন্ডপ পরিদর্শন ও সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১ অক্টোবর, ২০২৫, ০৪:০৬ পিএম | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০৪:০৫ পিএম
চাটমোহরে জামায়াত প্রার্থীর পূজামন্ডপ পরিদর্শন ও সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মওলানা আলী আজগর গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চাটমোহর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন,নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকার রয়েছে সবার। ধর্ম সচেতন মানুষ কখনো পাপ করতে পারেন,দুর্নীতি ও অন্যায় করতেও পারেনা। ধর্মের উদ্দেশ্য হলো অসুরকে দমন করে সত্যের প্রতিষ্ঠা করা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ,সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ উপজেলা জামায়াতের নেতা-কর্মী। 

এদিন সন্ধ্যাপর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর পৌরসভার ৭নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার। আরো বক্তব্য দেন,জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ,উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান,উপজেলা জামায়াতের  কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের  সভাপতি সোলাইমান হোসেন,জামায়াতে ইসলামী মনোনীত চাটমোহর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শহিদুল্লাহ,উপজেলা জামায়াতের নায়েবে আমীর তোরাব আলী বিশ্বাস প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে