নওগাঁয় মাদক হিসেবে ব্যবহার করা বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। বুধবার (১ অক্টোবর) দুপুরে শহরের দয়ালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, নওগাঁ সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সাখিদার (৩৪), পার-নওগাঁ মহল্লার মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন সাংবাদিকদের জানান, তার নের্তৃত্বে পরিচালিত অভিযানে ছয় হাজার ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, দুজন মাদক কারবারি ও তাদের একজন শিশু সহযোগীকে আটক এবং তাদের কাছ থেকে নগদ ২১ হাজার ৮৭০ টাকা ও ৪ টি মোবাইলফোন জব্দ করা হয়। বিকেলে তাদেরকে নওগাঁ সদর মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।