মুলাদীতে মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৫ পিএম
মুলাদীতে মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

বরিশালের মুলাদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশারের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জেলেরা। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টায় হিজলা-বরিশাল মহাসড়কের মুলাদী রেইট্রিতলা এলাকায় ঘন্টা ব্যাপী অবস্থান করে সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের দুই দিকে গাড়ীর জট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কয়েক হাজার মানুষ। বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন দ্রুত ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেওয়ায় জেলেরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্যজীবী দল নেতা ও জেলেদের সঙ্গে আলোচনায় বসেন।

সড়ক অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝি, সাধারণ সম্পাদক জানে আলম খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহীম মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন খান, উপজেলা কৃষক দল নেতা আব্দুর রশিদ ব্যাপারী, গাছুয়া ইউনিয়নের জেলে আরিফ খান, জামাল ব্যাপারী, চরকালেখান ইউনিয়নের জেলে মোস্তফা খান, মেজবাহ উদ্দিন সরদার, হোচেন ব্যাপারী, কাজিরচর ইউনিয়নের জেলের জালাল সিকদার, ফরিদ ভূইয়া, সিদ্দিক হাওলাদার, সফিপুর ইউনিয়নের জেলে মিজানুর রহমান সফিউল্লাহ, সাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত জেলেরা।

অবরোধ কর্মসূচিতে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝি বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতিতে জড়িয়ে পড়েছেন। সাধারণ জেলেদের কাছ থেকে মাসোহার নিচ্ছেন। জেলেদের থেকে অবৈধ জাল জব্দ করে পুনরায় বেশি দামে জেলেদের কাছে বিক্রি করছেন তিনি। ওই কর্মকর্তার অপসারণের দাবিতে উপজেলায় বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়েছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জেলেদের সড়ক অবরোধ করেছেন। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। মৎস্য কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত জেলেদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, জেলেরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার এর অপসারণের দাবিতে হিজলা-মুলাদী-বরিশাল মহাসড়ক অবরোধ করায় জনভোগান্তির সৃষ্টি হয়। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় জেলেরা অবরোধ প্রত্যাহার করেন এবং তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। পরে জেলেদের দাবির বিষয়টি মৎস্য অধিদপ্তরে অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে