তালার দলুয়া শালিকা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০৭:০১ পিএম
তালার দলুয়া শালিকা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটার দলুয়া  শালিকা নদীতে  গ্রাম বাংলার ঐতিহ্য বাহী   নৌক্ বাইচ প্রতিযোগিতায় হাজার হাজার মানুষোর ঢল নামো।  উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষেরা এই নৌকা  বাড়ি  দেখার জন্য  ভিড় জমায়। 

বুধবার বিকাল ৫ টায় দলুয়া শালিকা নদীতে   নৌকা বাইচ প্রতিযোগিতায়  মঙ্গল মন্ডলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখোন কেন্দ্রীয় বি এন পির প্রকাশনা সম্পাদক ও তালা  কলারোয়া  থেকে  বার বার নির্বাচিত  গনমানুষোর নেতা  হাবিবুল ইসলাম হাবিব । 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার বি এন পির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়   সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন  খলিষখালী ইউনিয়ন বি এন পির সভাপতি শেখ নুর আহম্মদ  সাধারন সম্পাদক  শেখ আদ্বুল  হান্নান   সাংগাঠনিক সম্পাদক  মোঃ আওযাল মোড়ল   মেহেদি হাসান হাবিবুর রহমান   শিরাজুল ইসলাম   সহ স্থানীয় নেতৃবৃন্দ ।    উক্ত খেলায় মোট ৪ টি দল অংশ গ্রহন করে । তাদের মধ্যে  মষিয়াডাঙ্গা গ্রাম  সোনাবাধাল গ্রাম বাওনডাঙ্গা গ্রাম ও কুলপোতা গ্রাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়দের মাঝে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠান টি পরিচারনা করেন বি এন পি নেতা  গাজী শিরাজুল ইসলাম ।