সাবেক এমপি আনোয়ারুল ইসলামের শুভেচ্ছা বিনিময়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৪:০৮ পিএম
সাবেক এমপি আনোয়ারুল ইসলামের শুভেচ্ছা বিনিময়

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনা-৩ আসনের সাবেক এমপি,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি একাধিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সাথে বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা ও আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে