মান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ০৪:৪৩ পিএম
মান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩

নওগাঁর মান্দায় বিজয়া দশমীতে বিসর্জন আরতির সময় প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামনগর হরিতলা দুর্গা মণ্ডপে মারধরের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শুভ মণ্ডল (২০), দোলন দাস (৩০) ও শেখর দাস (২০)। এদের মধ্যে শুভ মণ্ডলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জনের আগে মণ্ডপ চত্বরে গ্রামের ছেলে-মেয়েরা বিসর্জন আরতি করছিলেন। এ সময় অনেক ছেলেই মদপান করে বেসামাল অবস্থায় ছিল। কাদা-মাটি নিয়ে আরতির সময় অনেক দর্শনার্থীর গায়ে কাদা লেগে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। একজন নারীও হেনস্তার শিকার হন। 

আহত দোলন দাস অভিযোগ করে বলেন, ‘রামনগর হিন্দু সম্প্রদায়ের গ্রাম্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার প্রামাণিক বেসামাল অবস্থায় হঠাৎ আমার ওপর চড়াও হয়ে মারধর করেন। ঝামেলায় না জড়িয়ে আমি সেখান থেকে চলে যাই। পরে রতন, মিঠুসহ আরও কয়েকজন মিলে আমার ভাগনে শেখর দাসকেও মারধর করে।

দোলন দাস আরও বলেন, এসময় ভাগনে শেখর দাসকে বাঁচাতে শুভ মণ্ডল এগিয়ে এলে মণ্ডপে দায়িত্বরত এক আনসার সদস্যের লাঠি কেড়ে নিয়ে রতন কুমার প্রামাণিক তাকে বেদম মারধর করে। পরে আহত অবস্থায় শুভ মণ্ডলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত রতন কুমার প্রামাণিক বলেন, গ্রামের লোকজন দু’একদিনের মধ্যে বসে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে নিউজ না করতে অনুরোধ করেন তিনি।

হরিতলা দুর্গা মণ্ডপ কমিটির সভাপতি বিভুতিভূষন মণ্ডল বলেন, আজ শুক্রবার হাসপাতালে গিয়ে আহত শুভ মণ্ডলের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। বিজয়া দশমীর আনন্দঘন দিনে এ ধরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। দু’্একদিনের মধ্যে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, বিষয়টি জানার পরই ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে