তালায় নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় তালা উপজেলার কুমিরা মহিলা কলেজ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়া আসনের জামায়াতের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী,বিশিষ্ট শিক্ষানুরাগী মো: সিরাজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, মাষ্টার আমিনুর রহমান, মাও: আমিনুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হালিম, যুব বিভাগের মুস্তাফিজুর রহমান সহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ভোট কেন্দ্র সমুহের পোলিং এজেন্টরা প্রশিক্ষণ গ্রহণ করেন।