বরিশালে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:২০ পিএম
বরিশালে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত রশিদ মোহরীকে (৫৫) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে (রশিদ) মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহি সেভেন স্টার পরিবহন বাস পথচারী রশিদ মোহরীকে ধাক্কা দেয়। দুর্ঘটার পরপরই চালক বাস ফেলে পালিয়ে গেলেও ঘাতক সেভেন স্টার পরিবহন নামের বাস জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে