বিশ্ব শিক্ষক দিবসে বরিশালে শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ পিএম
বিশ্ব শিক্ষক দিবসে বরিশালে শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

বশ্ব শিক্ষক দিবসে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মোফাচ্ছেল হোসেন মিয়াকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ উপলক্ষে মাদ্রাসার মিলনায়তনে রবিবার (৫ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলহাজ আব্দুর রব সিকদার। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ আবুল হোসেন মিঞা, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কেএম শাহ আলম কবিরাজ, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান। সভা শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

বিদায়ী সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মোফাচ্ছেল হোসেন ১৯৯৬ সালের ২৮ নভেম্বর মাদ্রাসায় যোগদান করেন। একটানা ২৯ বছরের কর্মজীবনে তিনি সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সবশেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা মো. মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে