বরিশালের হিজলায় ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতা। ৫ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটের সময় উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর গ্রামের ইউনুছ হাওলাদার এর
পুত্র আবুল বাসার (২৮)কে ৫ পিস ইয়াবা ২০ গ্রাম গাজাসহ আটক করে মেমানিয়া ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ তারেক হোসেন। পরে হিজলা থানায় পুলিশে খবর দেয়। হিজলা থানা পুলিশ খবর পেয়ে এস. আই নুরুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের হাতে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। আবুল বাশার সংঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য । তার বিরুদ্ধে মাদক আইন একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হিজলা থানা অফিসার ইনচার্জ সেখ আমিনুল ইসলাম।