দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কামরুল হাসান সোহাগকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুল গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী কামরুল হাসান সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সাথে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্তের অনুমোদন দেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান এ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।