বাবুগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৩:০৫ পিএম
বাবুগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে (৬ অক্টোবর) দুপুরে কর্মহীন নিবন্ধিত জেলেদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রহমতপুর ইউনিয়নে নিবন্ধিত ৮৬৮ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি হারে  তাদের মাঝে মোট ২১.৭০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। 

চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার, পরিষদের সচিব মোঃ তারিকুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মোঃ শাহিন হোসেন, ওবায়দুল হক, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের সহায়তায় সরকারিভাবে এই চাল বিতরণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে