গাজীপুর জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাপাসিয়া উপজেলার ফুটবল টিম। এ উপলক্ষে ৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম তাঁর দপ্তরে বিজয়ী ফুটবল টিমকে অভিনন্দন জানান।
এসময় খেলা পরিচালনাকারী কাপাসিয়া ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক আনোয়ার সাদেক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে বুট ও ফুটবল দেয়া হয়েছে।