বাঘায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৩:২৪ পিএম
বাঘায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

রাজশাহীর বাঘায় পানিতে ডুবে ২ বছরের তানিয়া খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ডুবায় পড়ে মৃত্যু হয়েছে। 

তানিয়া খাতুন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর চরের শহিদ আলীর মেয়ে।

জানা গেছে, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর চরে মসজিদ নির্মান করতে গিয়ে মাটি কাটার জন্য গর্ত হয়। এই গর্তের পাশে তানিয়া খেলা করতে গিয়ে অসাবধানতায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়ার পথে মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পলাশিফতেপুর চরের সাবেক মেম্বর তঞ্জু মোল্লা।

আপনার জেলার সংবাদ পড়তে