পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া বেঞ্চসহ মালামাল টেন্ডারে দেয়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের আপত্তির মুখে নিলাম কার্যক্রম স্থগিত করেছে উপজেলা শিক্ষা অফিস।
জানা যায়, উপজেলার পশ্চিম চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবন, একটি টিনসেড ঘর, ২২টি লোহার বেঞ্চ ও একটি টয়লেটের মালামাল নিলামের জন্য ২৫ সেপ্টেম্বর নোটিশ জারি করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ অক্টোবর নিলামের দিন ধার্য করা হয়।
তবে অভিযোগ রয়েছে, নিলাম ঘোষণার আগেই গত ৩ সেপ্টেম্বর স্কুল থেকে ৯টি লোহার বেঞ্চ চুরি হয়ে যায়। এরপরও মালামাল নিলামে তোলায় অনেকে প্রশ্ন তুলেছেন। বিষয়টি জানাজানি হলে নিলামে অংশ নিতে আসা লোকজন আপত্তি জানান এবং পরে নিলাম স্থগিত করা হয়।
স্কুলের প্রধান শিক্ষিকা মনজিলা খানম জানান, “৩ সেপ্টেম্বর নয়টি বেঞ্চ চুরি হওয়ার ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি এবং তার কপি উপজেলা শিক্ষা অফিসে জমা দিয়েছি।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম বলেন, “প্রধান শিক্ষিকা মালামালের তালিকা জমা দিলেও বেঞ্চ চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের জানায়নি। পরে জানতে পেরে নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে।”