হিজলায় জেলেদের হামলায় কর্মকর্তাসহ আহত ৫, আটক ৭

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৭:৩০ পিএম
হিজলায় জেলেদের হামলায় কর্মকর্তাসহ আহত ৫, আটক ৭

বরিশালের হিজলায় ইলিশ রক্ষা অভিযানের ট্রলার ও স্পিডবোটে হামলা চালিয়েছে জেলেরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমাণ্ডার সাইফুল ইসলামসহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন। ঘটনার পর হিজলা ও মেহেন্দীগঞ্জ কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছেন। 

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার মূল মেঘনা নদীর আলীঘ্হ অংশে অবৈধ জাল দিয়ে মা ইলিশ শিকার করছিলেন জেলেরা। সংবাদ পেয়ে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্টগার্ড ট্রলার ও স্পিডবোট নিয়ে সেখানে অভিযানে যায়। ওই সময় ৩০-৩৫জন জেলে রামদা, ট্যাটা ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় কোস্টগার্ডের সদস্য ও শ্রমিকসহ ৫জন আহত হয়। এসময় একটি স্পিডবোটও ক্ষতিগ্রস্থ হয়। পরে অভিযানে থাকা অন্যান্যরা আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

পরে হিজলা ও মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৭জন জেলেকে আটক করেন। আটককৃতরা হলেন, মেহেন্দীগঞ্জের উলানিয়া গ্রামের জাহেদ সরদারের ছেলে জীবন সরদার (২৩), আসাদ সরদারের ছেলে আব্দুর রহিম (১৮), ইউসুফ ঘরামীর ছেলে মিরাজ ঘরামী (২০), রশিদ মাঝির ছেলে সাদ্দাম মাঝি (২২), সৈয়দ পাটোয়ারির ছেলে রায়হান পাটোয়ারী (১৯), আব্দুর বাসেদ নাজিরের ছেলে মো. বরকত উল্লাহ (১৯), কবির ব্যাপারীর ছেলে মো. সুজন ব্যাপারী (২০)। 

এঘটনায় হিজলা থানায় মামলা করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

আপনার জেলার সংবাদ পড়তে