শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে প্রচার কার্যক্রমের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে পরামর্শমূলক কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক যুগ্নসচিব ফৌজিয়া খান। টাইফয়েড টিকাদান কর্মসূচির বিস্তারিত আলোকপাত করেন তথ্য অধিদপ্তরের প্রশাসন ও গণযোগাযোগের পরিচালক সৈয়দ এম. মোমেন, সহকারী পরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম। জেলা তথ্য অফিসার মো. সাইফুল আলমের পরিচালনায় এতে রিসোর্স পার্সন ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
কর্মশালায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে মিডিয়ার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় আয়োজকবৃন্দ কোমলমতি শিশু কিশোরদের দেহে টাইফয়েড কিভাবে প্রবেশ করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। টাইফয়েড মোকাবেলা টিকাদানের গুরুত্ব তুলে ধরে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশু কিশোরদেরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় জানানো হয় কিশোরগঞ্জের ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশুর মধ্যে ইতোমধ্যে ২ লাখ ৯২ হাজারের বেশি শিশু টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করেছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে ধাপে ধাপে এই টিকার আওতায় আনা হবে।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।