প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল বৈঠকে অংশ নিতে রোমে যাচ্ছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে জানান, আগামী ১২ অক্টোবর তিনি ইতালির রোমের উদ্দেশে রওনা হবেন।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তিনি অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।
মিটিংয়ের সাইডলাইনে অনেক হাই-প্রোফাইল ব্যক্তির সঙ্গে ওনার মিটিং হবে বলেও যোগ করেন প্রেস সচিব।