২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঝরল তিন প্রাণ, ভর্তি ৭০০

এফএনএস অনলাইন:
| আপডেট: ৮ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ পিএম | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঝরল তিন প্রাণ, ভর্তি ৭০০

যতই দিন যাচ্ছে ডেঙ্গুতে ততই মৃত্যুর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজার হাজার রোগী। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০০ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৭০০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১০ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫২ হাজার ১০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের তুলনায় এ বছর ডেঙ্গু সংক্রমণ কম হলেও মৃত্যুহার এখনো উদ্বেগজনক। গত বছর (২০২৩) দেশে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে