বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানের পঞ্চম দিনে (বুধবার) সুগন্ধা ও আড়িয়ালখাঁ নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে নদীতে জাল ফেলে মাছ শিকাররত জেলেদের ধাওয়া করলে তারা অভিযানে থাকা টিমকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলেদের ধাওয়া করলে চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার নদীতে ফেলে পালিয়ে যায়। পরে ট্রলারগুলো জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের নির্দেশে তাৎক্ষণিকভাবে নিলামে ডাকা হয়। নিলামে স্থানীয়দের অংশগ্রহণে চারটি ট্রলার মোট ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়।
তবে স্থানীয় সচেতন মহলের দাবি, এত দ্রুত নিলাম সম্পন্ন না করে যদি ট্রলারগুলো স্থানীয় কোনো মৎস্যজীবী সংগঠনের তত্ত্বাবধানে রাখা হতো, তাহলে পরবর্তীতে সঠিক সময়ে নিলাম কার্যক্রম পরিচালনা করা গেলে মা ইলিশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা যেত।
অভিযানকালে মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।