ক্ষমতা পেলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে বিএনপি: শামা ওবায়েদ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৭:৫০ পিএম
ক্ষমতা পেলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে বিএনপি: শামা ওবায়েদ

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “ছোট থাকতে আমরা শিখেছিলাম- শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন মনে হচ্ছে, জাতির মেরুদণ্ড নেই, অথবা ভেঙে যাচ্ছে। শিক্ষার প্রথম গলদ হচ্ছে- আমরা সন্তানদের নিজেদের পছন্দমতো বিষয়ে পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।”

শামা ওবায়েদ বলেন, “শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষাব্যবস্থার কথা বলা হয়েছে। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।”

বিএনপির এ নেত্রী বলেন, “গত ১৭ বছরে প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে ইউরোপীয় ধাঁচে বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এতে কত কোটি টাকা খরচ হয়েছে জানি না, তবে সেখানে চুরি হয়েছে অনেক। শিক্ষা নয়, দুর্নীতির সুযোগ তৈরি করতেই এসব অবকাঠামো করা হয়েছে।”

‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্পের অংশ হিসেবে আয়োজিত এ সভায় রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে