বিএনপির কেন্দ্রিয় সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, পিআর ও গণভোটের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। তিনি শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, একটা রাজনৈতিক দল চায়না দেশে জাতীয় নির্বাচন হোক। তারা একবার বলেন পিআর, আবার বলেন গণভোট। কখন কী বলেন তারা নিজেরাই তা জানেন না। আর বিএনপি একটা কথাই বলে আসছে যে, নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান তিনি।
পথসভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু মোল্লা, অধ্যাপক মনিরুজ্জামান মনির, সিহাব পেস্কার, সদস্য ফজলুল হক সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব সফিকুল ইসলাম শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল প্রমুখ।
পরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন সফিপুরের ছনের স্কুল ও শেরেবাংলা (নোমরহাট) বাজারে গণসংযোগ, নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও পথসভা করেন। এছাড়া ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার হুমায়ুন কবির ও জুলাই আন্দোলনে শহীদ সিফাত হোসেনের কবর জিয়ারত করেন।