ইন্দুরকানীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ পিএম
ইন্দুরকানীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

পিরোজপুরের ইন্দুরকানীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ইন্দুরকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী। আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, মাধ্যমিক সুপারিনটেনডেন্ট অশোক কুমার, এবং প্রধান শিক্ষক মাস্টার সেকেন্দার আলী হাওলাদার প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ১২৮টি কেন্দ্রে মোট ২৪,৯৫৪ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের এ টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে