কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০২:৫৩ পিএম
কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক। উপজেলার ১২০ টিকাদান কেন্দ্রে টিকাদান চলমান থাকবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা রয়েছে ১৩ হাজার ৩০৮জন শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায় ৬ হাজার ৫৫৯ জন শিশু। কাউখালী উপজেলায় মোট টার্গেট রয়েছে ১৯ হাজার ৮৬৭ জন বিভিন্ন বয়সের শিশু।


আপনার জেলার সংবাদ পড়তে