চাটমোহরে স্বামী ২য় বিয়ে করায় গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:২০ পিএম
চাটমোহরে স্বামী ২য় বিয়ে করায় গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামে এক গৃহবধূ তিনতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে মূমুর্ষূ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড় শালিখা গ্রামে। ওই গৃহবধূ হলেন চর সেনগ্রামের ইকবাল হোসেনের স্ত্রী  মেরিনা খাতুন (২৫)। ইকবাল হোসেন বড় শলিখা গ্রামে কুরবান আলীর বাড়িতে ভাড়া থাকেন। স্বামী দ্বিতীয় বিয়ে করায় মেরিনা খাতুন আত্মহত্যার চেষ্টা করেন বলে এলাকাবাসী জানান। 

জানা গেছে,মেরিনার স্বামী ইকবাল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই কয়েকদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে বৃহস্পতিবার (৯ অক্টোবর) মেরিনা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। শনিবার বাসায় নিয়ে আসার পর রাতে ফের তিনতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে