পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ১৩ অক্টোবর, ২০২৫, ০১:৫৭ পিএম | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০১:৫৭ পিএম
পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন

“স্বমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” শ্লোগান সামনে রেখে নওগাঁর পোরশায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) পোরশার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও রাকিবুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার মোয়াজ্জেম হোসেন, সহকারি প্রগ্রামার জাকারিয়া সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন। শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে