আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৫:২৩ পিএম
আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে ঢাকায় আন্দোলন করছে সারা দেশের শিক্ষকেরা। পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন। স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিদিনের ন্যায় ক্লাসে আসলেও শিক্ষকরা ক্লাস না নেওয়ার কারে শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেছে।

স্থানীয় শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, শিক্ষকদের দাবী-আদায়ের আন্দোলনের সময় পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সোমবার শিক্ষকরা এই কর্মসূচী পালন করছেন। শিক্ষার্থীরা স্কুলে আসলে তাদের কোন ক্লাস নেয়নি শিক্ষকরা। সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। আর শিক্ষক একটি অংশ ঢাকায় অবস্থান করছেন। তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। হামলার বিচারসহ তিন দাবি মেনে নেওয়া হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে শিক্ষকরা জানিয়েছেন।

 আগৈলঝাড়া ও উজিরপুর এমপিওভুক্তশিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে  দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও ক্লাস নেয়নি শিক্ষকেরা। তবে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন।

উপজেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে সোমরার দুপুরে  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক ফারহানা আক্তারের সভাপতিত্বে কর্মবিরতির সভা অনুষ্ঠিত হয়। 

 সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, পয়সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন আর রশিদ,  বিএইচপি একাডেমীর শিক্ষক মাওলানা ফজলুল হক, আবু কালাম আজাদ, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়াসহ প্রমুখ।