রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৫:২৪ পিএম
রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়

সিরাজগঞ্জে রায়গঞ্জের বেড়াবাজুয়া এলাকায় অনুমোদনহীন ড্রেজার দিয়ে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন খবরের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়। মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘণ করার অপরাধে অভিযুক্ত শামীম খন্দকার’কে নগদ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে