বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ঢুবে প্রাণ গেলো এক পঞ্চস বছরের গৃহবধুর রিনা বৈষ্ণব। গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটেছে। বিয়টি নিশ্চিত করেছে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক। নিহত আগৈলঝাড়া উপজেলার আহুতিবাট্ট গ্রামের অখিল বৈষ্ণব স্ত্রী। এ বিষয়ে আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
স্থানীয় ও নিহতের স্বামী অখিল বৈষ্ণব জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতিবাট্ট গ্রামে রীণা বৈষ্ণব সোমবার বিকেল তিনটার দিকে একা বাড়ির পুকুরে গোসল করতে যায়। আমাদের ধারনা শাড়ি কাপড়ে পেচিয়ে পুকুরে পানিতে ঢুকে তিনি মারা গেছেন।
রিনা বৈষ্ণব পুকুরে গোসল করতে গিয়ে বাড়িতে ফিরে না আসলে। তাকে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। এক পর্যায়ে রিনাকে পুকুরে পানিতে খোঁজ করলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এপরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.মাসুদ পারভেজ তাকে মৃত্যু ঘোষনা করেন।
এব্যপারে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক জানান, আমাদের ধারনা শাড়ি কাপড়ে পেচিয়ে পুকুরে পানিতে ঢুকে তিনি মারা গেছেন। আমরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। রিনার পরিবারের কোন অভিযোগ না থানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।