জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। তদারকির অভাবে ঠিকাদাররা যেন ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছেন- এমনই অভিযোগ স্থানীয়দের।
উপজেলার বকশীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে মধ্যবাজার হয়ে জব্বারগঞ্জ পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈকত এন্টারপ্রাইজ। অভিযোগ, এখানে ব্যবহৃত ইটের খোয়া নিম্নমানের এবং কাজের মানও অত্যন্ত নিন্মস্তরের।
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী শামসুল হক ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ঠিকাদারকে বারবার বলার পরও আমাদের কথায় কাজ হচ্ছে না। আপনারা সাংবাদিক কাজ বন্ধ করে দিন। লেখালেখি করে, ফেসবুকে ছবি দিয়ে বা নিউজ করে লাভ কী? সরাসরি কাজ বন্ধ করে দিন।
এলজিইডি সূত্র জানায়, উপজেলার সড়ক ও সেতু নির্মাণকাজের তদারকির দায়িত্বে আছেন উপজেলা প্রকৌশলী, কয়েকজন উপসহকারী প্রকৌশলী ও অফিস সহায়ক স্টাফ। তবে ঠিকাদাররা তাদের নির্দেশনা উপেক্ষা করায় প্রকল্পের মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
স্থানীয়দের প্রশ্ন-যদি এলজিইডি কর্মকর্তাদের নির্দেশেই কাজ বন্ধ না হয়, তাহলে তদারকির দায় জনগণকেই নিতে হবে কেন? জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়ার পরও যদি কর্মকর্তারা দায়িত্ব না পালন করেন, তাহলে সেই পদে থাকারই বা অর্থ কী,
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রকল্পগুলোর কাজ পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।