কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলের কারাদণ্ড

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০২:৫৭ পিএম
কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। আটককৃত জেলেদেরকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ । আটককৃতরা হলো উপজেলার আমরাজুরী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল ও একই গ্রামের আকবর হোসেনের ছেলে মোহাম্মদ জসিম। বৃহস্পতিবার  রাতে উপজেলার  আমরাজুরী সংলগ্ন সন্ধ্যা নদী থেকে  ৪ হাজার মিটার সুতার জাল, মাছ ধরার  দুইটি নৌকা, ৫ কেজি ইলিশ মাছ সহ ২জেলেকে আটক করা হয়। আটককৃতদের  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতে উভয় জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।  এবং  উদ্ধারকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকা দুটি নদীতে বিনষ্ট করে দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে